এবারের শারদীয় উৎসবে ছন্দপতন ঘটেছে বিস্ময়কর রকমের। প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসবে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ বছর ১৩ থেকে ১৭ অক্টোবর দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা ছিল নজিরবিহীন।
এবারের শারদীয় উৎসবে ছন্দপতন ঘটেছে বিস্ময়কর রকমের। প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসবে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ বছর ১৩ থেকে ১৭ অক্টোবর দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা ছিল নজিরবিহীন। এরপরও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।
শরৎ শেষ। শঙ্খ সাদা শিউলি, নীল আকাশ, ঝিম মেরে থাকা পরিপক্ব সোনালি ধানের খেত, শিষে ঝুলে থাকা শিশির বিন্দু, জল টেনে যাওয়া বিল, শাপলার গোড়ায় ঘাঁই মারা পুরুষ্ট শোল আর দিগন্তে ঝুলে থাকা তেজি রোদের ধূসর বিকেল। বাঁশবনের ফাঁকে ফাঁকে বইবে হেমন্তের হাওয়া— কেমন একটা শিরশিরে অনুভূতি নিয়ে। শিউলির সুগন্ধ পাওয়া যাব